দুর্গাপুরে নারীসহ ৭ আসামী গ্রেফতার

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৪:৩০ পিএম
দুর্গাপুরে নারীসহ ৭ আসামী গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরের থানা পুলিশের এক নারী সহ সাত আসামীকে গ্রেফতার করেছে। ১৯ জুন বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে গ্রেফতার পরোয়ানোভুক্ত ও নিয়মিত মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ আদর্শ গ্রামের শফিকুল ইসলামের পুত্র শরিফ (৩০), দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র মাসুম রানা (২৮), সাবান আলীর পুত্র রিপন আলী(২৫), লালন ইসলামের পুত্র কাওসার ইসলাম (২৬),দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আজহার আলীর স্ত্রী মো. সকিনা বেগম, যুগীশো হিন্দুপাড়া পাড়া গ্রামের মৃত-আব্দুল বারীর পুত্র কাওসার হোসাইন (২৯), দাওকান্দি (নামোপাড়া) গ্রামের মৃত রমজান আলীর পুত্র নাজমুল হক (৩২)।

দুর্গাপুর থানার অফিসার ওসি দুরুল হুদা বলেন, গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানোভুক্ত ও নিয়মিত মামলার সাত আসামিকে গ্রেফতার করে শুক্রবার প্রয়োজনীয় পুলিশ প্রহরায় সরকারী আদেশ উপদেশ সহকারে বিজ্ঞ আদালত রাজশাহী বরাবর প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে