দিনাজপুরের চিরিরবন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

এফএনএস (মোরশেদ উল আলম, চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৭:৩৩ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

দিনাজপুরের চিরিরবন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ ঘটনাটি ২১ জুন শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার ঘুঘুরাতলী মোড়ের পুর্বে ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের সামনে ঘটেছে। 

প্রত্যক্ষদর্শিগন জানান, ডিজিটাল হাসপাতালের ম্যানেজার মিজানুর রহমান হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাস্তার বিপরীত পাশের দোকান মালিক আবুল কালাম আজাদ তার কাছে গিয়ে পাওনা টাকা ফেরতের চাপ দিলে ম্যানেজার মিজানের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ম্যানেজার মিজানুর নিজের হেলমেট দিয়ে আবুল কালাম আজাদের মাথায় সজোরে আঘাত করে। এতে মাথা ফেটে রক্তাক্ত হলে, সে নিজেকে সামলে নিয়ে ম্যানেজারের গলা ধরে জোরে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ম্যানেজার মিজানেরও মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে আসা রোগির লোকজন দ্রুত উভয়কে নিবৃত্ত্ব করে আবুল কালাম আজাদকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং হাসপাতালের লোকজন ম্যানেজারকে হাসপাতালের ভিতর নিয়ে যায়।

এ ব্যাপারে আহত আবুল কালাম আজাদ বলেন, ম্যানেজারের কাছে অনেকদিন ধরে টাকা পাই। সে তালবাহানা করছে। ধরা দিচ্ছিল না। আজকে টাকা চাইতে গেলে সে হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে মাথার মধ্য বরাবর ৪ টি সেলাই দিতে হয়েছে। অপর আহত ম্যানেজারের কাছে বক্তব্য নিতে ডিজিটাল হাসপাতালে গেলে সে চুপচাপ থাকে। কোন উত্তর দেয়নি।