ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন একাধিক দিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। রোববার (২২ জুন) দিনভর নগর ভবনের মূল ফটকসহ প্রধান সব প্রবেশপথে তালা ঝুলিয়ে রেখেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঞ্চ বানিয়ে সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ডিএসসিসির নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তার শপথ অনুষ্ঠান হয়নি। এ পরিস্থিতিতে গত ১৫ মে থেকে আন্দোলনে নেমেছেন ইশরাকের সমর্থকরা। সেই থেকে নগর ভবনের ফটকগুলো তালাবদ্ধ, ফলে নাগরিক সেবা কার্যক্রম একপ্রকার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ বিভিন্ন সেবা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে দেন এবং ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন। সেইসঙ্গে ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে।
তবে তাকে যেন শপথ নিতে না দেওয়া হয়, সে দাবিতে গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এ রিটের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘আইনি জটিলতার’ কথা বলে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে। তবে পরবর্তীতে হাইকোর্টে একাধিক শুনানির পর রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।
আইনগত বাধা দূর হলেও এখনও শপথ না হওয়ায় ক্ষুব্ধ ইশরাকের সমর্থকরা নগর ভবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন। তারা মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ নাগরিকরাও। নাগরিক সেবার এ স্থবিরতা দিন দিন ভোগান্তি বাড়িয়ে তুলছে।