আবাসন সংকটসহ পাঁচ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা। রোববার (২২ জুন) দুপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে আলোচনার পর এই আল্টিমেটাম দেন তারা। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন—জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হলেও তারা হল ছাড়ছেন না।
ঢামেক শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর সংবাদ সম্মেলনে বলেন, “রোববার সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হল ছাড়ব না।”
তিনি আরও জানান, “আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। সোমবার (২৩ জুন) দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরেজমিনে ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে না এলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচটি মূল দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
১। অবিলম্বে ঝুঁকিপূর্ণ ছাত্র হলগুলোর অবস্থা পরিদর্শন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা,
২। বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কেউ যেন হল ছাড়তে বাধ্য না হয়,
৩। চিকিৎসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী গার্ড নিয়োগ,
৪। আবাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা ঘোষণা,
৫। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার লিখিত নিশ্চয়তা।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ ডা. কামরুল আলম সমকালকে বলেন,
“শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। আমরা চাই তারা নিরাপদে থাকুক। তারা যেন নিজেরা বুঝে হলে চলে আসে—সে চেষ্টা করছি। হয়তো আজ নয়, তবে কাল তারা বিষয়টি বুঝবে।”
অধ্যক্ষ আশাবাদী যে শিক্ষার্থীরা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।