লাঙ্গলবাঁধ বাজারে হার্ট অ্যাটাকে ভ্যান চালকের মৃত্যু

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৩:৫৯ পিএম
লাঙ্গলবাঁধ বাজারে হার্ট অ্যাটাকে ভ্যান চালকের মৃত্যু

শৈলকূপার দলিল পুর গ্রামের মোবারক হোসেন নামের  এক  ভ্যান চালক হার্ট অ্যাটাক করে মারা গেছে  বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে  লাঙ্গল বাঁধ বাজারে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান প্রতিদিনের ন্যায়   (আজও) মোবারক হোসেন  তার ভ্যান গাড়িতে  মালামাল  নিয়ে  বিক্রির জন্য লাঙ্গল বাঁধ বাজারে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।সঙ্গে সঙ্গে তাকে লাঙ্গল বাঁদ বাজারের   স্থানীয় চিকিৎসকদের কাছে  নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে  ঘোষণা করে। 

এ ব্যাপারে লাঙ্গলবাঁদ  পুলিশ ফাঁড়ির এ এস আই সজল জানান, উপজেলার দলিল পুর গ্রামের মোবারক হোসেন মুবা নামের  এক ভ্যান চালক লাঙ্গল বাঁধ বাজারে  স্টক করে মারা গেছে বলে শুনেছি।

আপনার জেলার সংবাদ পড়তে