সাবেক এমপি সাবিনা আক্তার গ্রেপ্তার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ১২:৪৯ পিএম
সাবেক এমপি সাবিনা আক্তার গ্রেপ্তার

দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার দিবাগত রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া।

সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০১৪ সালের মার্চে শপথ নেন।

একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তুহিন। পরে ঢাকা-১৪ আসনে যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের প্রতিদ্বন্দ্বী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। তবে নির্বাচনে জয়ী হয়ে নিখিই সংসদে যান।

আপনার জেলার সংবাদ পড়তে