বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনদিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার সকালে (২৩ জুন) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে পৌরসদর ঈদগাহ মাঠে এ মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন সকালে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন, পৌর জামায়াতের আমির নাজমুল হক, সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ ও আমিনুল হক শামীম প্রমুখ।
মেলায় ১১টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধী, বনজ বৃক্ষের পাশাপাশি ফুল গাছের চারা প্রদর্শন করা হয়েছে। এসব গাছের চারা পছন্দ অনুযায়ী দর্শনার্থীদের মাঝে বিক্রিও করা হচ্ছে। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বড় পরিসরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মেলায় উন্মুক্ত গাছ পরিচিতি কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। এতে যে কোন বয়সের লোকজন নির্দিষ্ট করে রাখা ১২টি বিভিন্ন প্রজাতির গাছ দেখে সর্বনিম্ন ১০টি গাছের নাম বলতে পারলেই একটি করে পেয়ারা অথবা জাম গাছের চারা পুরষ্কার দেওয়া হচ্ছে। কুইজ প্রতিযোগিতায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সকল বয়সের লোকজন খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছেন।