বাজিতপুর শাহপুর পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধের কাজ সমাপ্তির দিকে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৬:৩১ পিএম
বাজিতপুর শাহপুর পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধের কাজ সমাপ্তির দিকে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শাহপুর পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধের কাজ সমাপ্তির দিকে। এ নদী রক্ষা বাঁধের কাজ মারকো ইন্টারন্যাশনাল, প্রোঃ শেখ ওসমান গণি প্রকল্পের প্রায় এক বছর আগে কাজ শেষ হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের কাজের প্যাকেজ নং ৪৮ এর প্রাক্কলিত ব্যয় ১৯ কোটি ৫৯ লক্ষ ২৬ হাজার ৩৩ টাকা। তবে এ কাজের প্রায় নব্বই ভাগ কাজ সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। আজ সোমবার একদল গণমাধ্যম কর্মী সরেজমিন গেলে দেখা গেছে, গত কয়েক দশক ধরে শাহপুর, ঘোনাহাটি সহ বিভিন্ন গ্রাম ঘোড়াউত্রা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজ হওয়ার কারণে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সুগম পথ হয়েছে বলে অনেকে ধারণা করছে। নাম প্রকাশ শর্তে শাহপুরের গ্রাম বাসীরা জানান, আগে তারা বর্ষাকালে নদীর ঢেউকে ভয় পেত। কারণ কখন তাদের বাড়ী ঘর বিলীন হয়ে যাবে। এ নদী রক্ষা বাঁধ হওয়ার কারণে এখন আর সেই ভয় নেই। মারকো ইন্টারন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন যায় যায় দিন কে বলেন, নদী রক্ষা বাঁধ প্রকল্প হওয়ার কারণে এই এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। তিনি বলেন তার কোম্পানির মালিক শেখ ওসমান গণি ও তার কর্মকর্তা কর্মচারীরা সময়ের আগে কাজটি শেষ করতে পারলে এলাকাবাসীর যেমন উপকার হবে তেমনিভাবে কোম্পানিরও সুনাম হবে বলে উল্লেখ করেন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোঃ রুবেল হোসেন এই প্রতিনিধিকে বলেন, শুধু শাহপুরে নয় কিশোরগঞ্জের প্রায় ১০-১২টি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী রক্ষা বাঁধের কাজ চলছে বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে