চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৭:২৩ পিএম
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি'সহ বিদেশী পিস্তল উদ্ধার হয়েছে। ২৩ জুন ২০২৫ তারিখ 

 চাঁদপুরের মতলব উত্তর থানার ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকা থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়। 

 জেলা পুলিশের মিডিয়ার সেলের তথ্যে জানানো হয়,

পুলিশ সুপার  মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ‘গঅউঊ ওঘ ঈঐওঘঅ’ লেখা রয়েছে।

অস্ত্রগুলো ফারাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াপদা ক্যানেলের পাশে একটি স্যানেটারি রিং-এর ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, সফল অস্ত্র উদ্ধার অভিযানের জন্য চাঁদপুর ডিবি পুলিশের সংশ্লিষ্ট টিমকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। 

 এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে