‘সদা প্রস্তুত এর জন্য যথাসাধ্য চেষ্টা করা’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন-২০২৫) দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মতলব উত্তর উপজেলা স্কাউটসের আয়োজনে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
কাব স্কাউটদের সৃজনশীলতা, দলগত চেতনা ও সাধ্য চেষ্টা করা নৈতিক মূল্যবোধ বিকাশে দিনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ৬টি স্টেশনে স্কাউটের প্রোগ্রাম বিভাগ কর্তৃক নির্ধারিত তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছুঁড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া এছাড়া দলগত খেলাধুলা, স্কাউট প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন।
উপজেলা কাব স্কাউট সহকারী কমিশনার শ্যামল কুমার বাড়ৈ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কাব স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কমিশনার ও কার্নিভালের চীপ সুখরঞ্জন বিশ্বাস, জেলা স্কাউট লিডার ওয়ালিদ, এলটি মাসুদ খান, উপজেলা কাব লিডার মো. শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মো. হানিফ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, স্কাউটস সংশ্লিষ্ট শিক্ষক মো. শাহজান মিয়া, শ্রীকৃষ্ণ পাল, মো. ফরিদ, মাকসুদুর রহমান সোহাগ, মহসিন মিয়া, খায়ের উদ্দিন, আবুল খায়েরসহ মোট ৩২টি ইউনিটের ইউনিট লিডার ও বিপুল সংখ্যক ক্ষুদে কাব স্কাউট সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, স্কাউটিং একটি আন্তর্জাতিক আন্দোলন, যা শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। ছোটবেলা থেকেই যদি তাদের মাঝে এসব গুণ রোপণ করা যায়, তবে তারা ভবিষ্যতে সৎ, সাহসী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। কাব স্কাউটরা হলো সেই সম্ভাবনার বীজ, যারা একদিন আমাদের সমাজ ও দেশকে আলোকিত করবে।
তিনি আরও বলেন, আজকের এই কাব কার্নিভাল কেবল আনন্দ-উৎসব নয়, বরং শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, এই ধরনের আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস ও নেতৃত্বের যোগ্যতা তৈরি করে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়বে, এবং আরও বেশি শিশু এই ধরনের কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে।
বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানটি শিশুদের জন্য এক উৎসাহব্যঞ্জক ও আনন্দঘন দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।