চাঁদপুরে মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, দুই জনের ১ বছরের কারাদন্ড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০১:৫৪ পিএম
চাঁদপুরে মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, দুই জনের ১ বছরের কারাদন্ড

চাঁদপুর  মতলব দক্ষিণে   ইয়াবা বেচাকেনার দায়ে  দুই জনকে ১ বছর করে কারাদন্ড ও ৬ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে  শহরের  টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন মাদক বিক্রেতা মুদি ব্যবসায়ী  আক্তার গাজী (৪২)। তার বাড়ি পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকায়। অপরদিকে ক্রেতা ট্রাক ড্রাইভার মোঃ সালাউদ্দিন সরদার (৩০) এর বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে। 

জানা যায়, শহরের টিএন্ডটি রোডের  গাজী স্টোর নামক একটি মুদী দোকানে মুদী  ব্যবসার অন্তরালে দোকান মালিক আক্তার গাজী  দীর্ঘদিন যাবৎ মাদক বেচা- কেনা করে আসছে। এমন অভিযোগে  দীর্ঘদিন পর্যবেক্ষণে থাকে পুলিশ প্রশাসন।  সোমবার রাতে আক্তার গাজীর কাছ  থেকে একজন ক্রেতা ৬০০ টাকার বিনিময়ে ২ পিস ইয়াবা ক্রয় করার সময় তাদের দুজনকে  হাতে নাতে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরে উপজেলা নির্বাহী অফিসার  এবং মতলব দক্ষিণ থানা পুলিশ যৌথভাবে ওই মুদী দোকানে  তল্লাশি চালায়। পরে মুদী দোকানটি সিলগালা করে তাদের দুজনকে আটক করে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১ বছর করে কারাদন্ড ও  ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমজাদ হোসেন বলেন, মাদক বেচাকেনায় দায়ে তাদের দুই জনকে ১ বছর করে কারাদন্ড, ৬ হাজার টাকা অর্থদন্ড এবং দোকানটিকে সিলগালা করা হয়েছে।  জনস্বার্থে ও মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে