চাঁদপুরে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৮:৩৮ পিএম
চাঁদপুরে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা দেড়টার দিকে কচুয়া উপজেলার কাদলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি মো. সাঈদ মিয়া (২৫) ও মো. জীবনকে (২১) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

বেলা আড়াইটার দিকে মতলব দক্ষিণ উপজেলার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত মাদক কারবারি নারায়ন চৌধুরীকে (৬৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই বোতল ফেন্সিডিল।

অপরদিকে সোমবার (২৩জুন) দুপুরে কচুয়া উপজেলার আলিয়ারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. বাবুল (২৬) ও হৃদয় হোসেনকে (১৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রেপ্তার আসামী ও উদ্ধারকৃত মাদক স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে