চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।
২৫ জুন (বুধবার) উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বেন ও উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন ও কৃষক প্রতিনিধি কামরুজ্জামান স্বপন।
প্রণোদনার বীজ ও সার বিবরণ করা হয়েছে আমন ধান-১: ৭০০ কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার। আমন ধান-২: ৩০০ কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। মরিচ চাষ: ১২০ জন কৃষক পেয়েছেন ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
চারা বিতরণ করা হয়েছে ৩৮০ কৃষককে ৫টি করে নারিকেল চারা, ৯০টি প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ৪০টি সংগঠনকে তালের চারা, ১০০ জন কৃষককে সবজি বীজ, ৮০ জনকে আমের চারা, এবং ১১৫০ কৃষককে ৪ প্রকার ফলদ চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকরা যাতে আধুনিক চাষাবাদে আগ্রহী হয় এবং কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রণোদনা সঠিক ব্যবহার করলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। কৃষকদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি রাষ্ট্রের সমৃদ্ধিতে রসদ যোগাবে।একটি পরিবার যদি নিজের চাহিদামতো ফসল উৎপাদন করতে পারে, সেটাই জাতির জন্য বড় অর্জন। কৃষিই হবে আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি।