কালিয়াকৈরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে এই অর্থবছরের প্রোগ্রাম অন এগ্ৰিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টিরপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচি আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার উপ-পরিচালক (প্রশিক্ষণ) নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, মোঃ সোরহাব হোসেন, মোঃ সাহাজ উদ্দিন ও মোঃ বিপুল মিয়া সহ স্থানীয় কৃষক।