ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৬:৫৮ পিএম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ জন

বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি জুন মাসে প্রতিদিনই তিন শতাধিক নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ ভর্তি থাকা রোগীর সংখ্যা।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার মৌসুমে মশাবাহিত এই রোগ নতুন করে মহামারি আকার ধারণ করতে পারে, যদি এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়।

বিভাগভিত্তিক রোগীর সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে

১. বরিশাল বিভাগে ১১৮ জন
২. চট্টগ্রাম বিভাগে ৪৩ জন
৩. ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন
৪. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন
৫. ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন
৬. খুলনা বিভাগে ১৬ জন
৭. রাজশাহী বিভাগে ২৯ জন
৮. ময়মনসিংহ বিভাগে ৫ জন
৯. সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ৩১৮ জন ঢাকায় এবং ৭৬৭ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর (২৫ জুন পর্যন্ত) দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৩৬ জন, যার মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে জুন মাসেই।

গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের হার কম হলেও বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল যত ঘনিয়ে আসছে, সংক্রমণের মাত্রাও বাড়ছে।

২০২৪ সালের পূর্ণাঙ্গ চিত্র অনুযায়ী:
মোট আক্রান্ত: ১ লাখ ১ হাজার ২১৪ জন
মোট মৃত্যু: ৫৭৫ জন

২০২৩ সালে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল, যেখানে
আক্রান্ত: ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন
মৃত্যু: ১ হাজার ৭০৫ জন

মাসভিত্তিক ভর্তি ও মৃত্যুর হিসাব (২০২৪)

১. জানুয়ারি – ভর্তি: ১,১৬১ জন | মৃত্যু: ১০ জন
২. ফেব্রুয়ারি – ভর্তি: ৩৭৪ জন | মৃত্যু: ৩ জন
৩. মার্চ – ভর্তি: ৩৩৬ জন | মৃত্যু: ০ জন
৪. এপ্রিল – ভর্তি: ৭০১ জন | মৃত্যু: ৭ জন
৫. মে – ভর্তি: ১,৭৭৩ জন | মৃত্যু: ৩ জন
৬. জুন (২৫ জুন পর্যন্ত) – ভর্তি: ৪,৫২৫ জন | মৃত্যু: ১৩ জন

ডেঙ্গুতে মৃত্যুহার তুলনামূলক কম হলেও সংক্রমণের দ্রুততা এবং জটিলতার কারণে এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে।

স্বাস্থ্যবিদরা বলছেন, সাধারণত জুন-জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই আগেভাগেই স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষকে সিটি পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে