বাউফলে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ৩

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৭:০৯ পিএম
বাউফলে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ৩

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগের  তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুমায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯), এবং মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার গভীর  রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এরপরই পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে