চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ইসলামী ব্যাংক (পিএলসি) ২৭১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। নাচোল পৌর এলাকার বাস্ট্যান্ড এলাকায় ব্রাদার্স সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়।
২৫ জুন (বুধবার) প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মুহাম্মদ নুরুল করিম।
রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদ প্রার্থী ড.মু. মিজানুর রহমান, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ইয়াহইয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রায়হানুল ইসলাম লুনা, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের নাচোল উপশাখার ইনচার্জ হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথি বলেন ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক কর্তৃক প্রদত্ত সবধরণের সেবা উপশাখা গুলোতেও প্রদান করা হয়। তিনি ইসলামী ব্যাংক নাচোল উপশাখার সংশ্লিষ্ট সবাইকে উপজেলার জনগোষ্ঠীর মাঝে গুনগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য নির্দেশনা দেন।