বাগমারায় ১১ কেন্দ্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৮:১০ পিএম
বাগমারায় ১১ কেন্দ্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা
সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলার ১১ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে এরইমধ্যে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১টি কেন্দ্রের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হবে ৫টি কেন্দ্রে। কেন্দ্রেগুলো হল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, মচমইল ডিগ্রি কলেজ, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজ। কারিগরি বোর্ডের অধীনে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, হাট-গাঙ্গোপাড়া কারিগরি কলেজ এবং কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজের বিএম শাখা।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল স্নাতক মাদ্রাসা, তাহেরপুর ফাজিল মাদ্রাসা। তিনটি শিক্ষা বোর্ডের অধীনে বাগমারায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৪ হাজার ৫শত ৯৫ জন শিক্ষার্থী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেউ যদি অবৈধ সুবিধা নেওয়া চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে