দৌলতপুরে বিএনপি'র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০২:৩৮ পিএম
দৌলতপুরে বিএনপি'র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলত থানা বিএনপির উদ্যোগে দৌলতপুর থানা বিএনপি সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, দৌলতপুর থানা বিএনপির আহবায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার বলিষ্ঠ নেতৃত্বে দৌলতপুর থানার ১৪ টি ইউনিয়নের তৃণমূলের নেতাদের ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ টি ইউনিয়নের মধ্যে শেষ দিনে দৌলতপুর সদর ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে শেষ হয়েছে। এ শেষ দিনের অনুষ্ঠিত কাউন্সিলে তৃণমূলের নেতাদের ভোটের মাধ্যমে মোঃ মহিদুজ্জামান (মন্টু) মাস্টার কে সভাপতি ও প্রভাষক সরোয়ার জাহান ( সজল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপন ভোটের মাধ্যমে। শেষ দিনের এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর থানা বিএনপির আহবায় আলহাজ্ব রেজ আহমেদ বাচ্চু মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদ সরকার মঙ্গল, আলাজ বিল্লাল হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী, আলহাজ্ব গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, মোঃ ফজলুর রহমান, মোঃ শের আলী সবুজ, মোঃ হারুন অর রশিদ হারুন, প্রভাষক মাহবুব লস্কর। এ ছাড়া ওউপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে