ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত সরকারী ভিজিএফ এর চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।বুধবার বিকালে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের জামতলা বাজারে অনুষ্টিত ওই কর্মসূচীতে কাষ্টভাঙ্গা সহ কয়েকটির গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
কাষ্টভাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসিরা অভিযোগ করে বলেন,গত ৩ জুন ঈদের ৩ দিন আগে সরকারী ভাবে ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের জন্য ভিজিএফ এর চাল বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত ওই চালের মধ্যে প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মেম্বর হজরত আলী ৩০ মন চাল আত্মসাৎ করে পাচার করে। পরে সেই চাল কাষ্টভাঙ্গা গ্রামের মৎস চাষী মোহন লাল অমিতের নিকট বিক্রি করে। এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। তারা ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করে এবং গ্রাম পুলিশের তত্বাবধানে রেখে আসেন। এ ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) শাহীর আলমকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর ২২ দিন অতিবাহিত হলেও তদন্ত সম্পন্ন বা চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা অভিযুক্ত দুই মেম্বরসহ চাল আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষনা দেন।
মানববন্ধনে অংশ নিয়ে গ্রামবাসিদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ইছালী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলন,কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বর ফিরোজ ইকবাল, অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান ব্যবসায়ী অমিত হাসান ও সোহেল রানা প্রমুখ। শেষে দুর্নিতী মুক্ত ইউনিয়ন পরিসদের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করে।