ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, একদিনে প্রাণ হারালেন দুইজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৫:০১ পিএম
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, একদিনে প্রাণ হারালেন দুইজন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৬ জুন) নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৫ জন রোগী। মৃতদের মধ্যে একজন কিশোর (১৪) এবং একজন নারী (৪৮)।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাধিক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ৭৪ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে ঢাকা মহানগর এলাকার হাসপাতাল— সেখানে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্য বিভাগগুলোর মধ্যে ঢাকার বাইরের অংশে ৩০ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর শুরু থেকে বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৮ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বর্ষাকালে মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বেড়ে যায়। তাই ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ।

আপনার জেলার সংবাদ পড়তে