বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তার বদলি বা পদায়নসংক্রান্ত কোনো নতুন তথ্য জানানো হয়নি।
২০২৩ সালের ৯ আগস্ট বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি বিমানবন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করছিলেন।
তবে ঠিক কী কারণে তাকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে—সেটি সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি এবং সংশ্লিষ্ট সূত্রগুলো থেকেও কোনো ব্যাখ্যা মেলেনি। জানা গেছে, চেয়ারম্যান মঞ্জুর কবীর ভুঁইয়া বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।
বেবিচকের চেয়ারম্যান পদে নতুন কে দায়িত্ব নিচ্ছেন, সে সম্পর্কেও বৃহস্পতিবার পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।