বরিশালে ট্রাক উল্টে পুকুরে নিহত ২

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:৪৪ পিএম
বরিশালে ট্রাক উল্টে পুকুরে নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলের মোড়াকাঠী নামক এলাকায় বেঁদে সম্প্রদায়ের লোকজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাক পুকুরে উল্টে পড়ে দুইজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছে।

নিহতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার বাসিন্দা রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সবাই বেঁদে সম্প্রদায়ের বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী বেঁদে সম্প্রদায়ের লোকজনদের বহনকারী একটি ট্রাক মহাসড়কের দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টেপড়া ট্রাকের যাত্রী বেঁদে সম্প্রদায়ের ২৩ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। বিপুল হোসেন আরও জানিয়েছেন, হাসপাতালে পাঠানো ২৩ জনের মধ্যে চিকিৎসকেরা তুফানী ও রাজিয়া বেগমকে মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে