চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৮:২০ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মোঃ বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মোঃ লিয়াকত আলী লাভলু ও স্থানীয় বণিক সমবায় সমিতির সহসভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমূখ। 

সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক ইভটিজিং ও বখাটেপনা রোধকল্পে ব্যাপক আলোচনা হয়। এছাড়া উপজেলা বাজারে অলিগলি জুড়ে যত্রতত্র দোকান পাট বসানো ও বর্জ্য ব্যাবস্থাপনার সভায় আরোচনা হয়। আলোচনা শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উক্ত বাজারে মাইকিং ও ব্যাবসা প্রতিষ্ঠানে নোটিশ প্রদান করে সতর্ক করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে