দীর্ঘ চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন আরচার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৮:০৬ এএম
দীর্ঘ চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন আরচার

চার বছরেরও বেশি সময় পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরছেন জোফরা আরচার। এমন এক সময় দলে ফিরলেন এই গতিতারকা, যখন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার এজবাস্টনে শুবমান গিলদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেতে যাচ্ছেন এই ইংলিশ পেসার। হেডিংলিতে পাঁচ উইকেটের জয়ের পর আরচারের অন্তর্ভুক্তিই ইংল্যান্ড দলে একমাত্র পরিবর্তন। আরচার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষেই। পার্থক্য হলো- ওই সিরিজটি ভারতের মাটিতে খেলেছিল ইংল্যান্ড। এরপর আরচারের কনুইয়ের ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে দলের বাইরে চলে যান তিনি এবং পরে পিঠে ফ্র্যাকচারও ধরা পড়ে। বারবার ইনজুরির বাধার মুখে পড়ে ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত মাত্র সাতটি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৩০ বছর বয়সী ডানহাতি পেসার।

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের স্কোয়াড-

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আরচার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।