সারা দেশের ন্যায় শৈলকুপায় শ্রী শ্রী জগন্নাথ দেবের।রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শৈলকূপা ও লাঙ্গলবাঁদ এলাকায় রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মের শত শত নারী-পুরুষরা অংশগ্রহণ করে বর্ণনাট্য সাজে জগন্নাথ, শুভ্রদ্যা ও বলরামের প্রথিকৃতি নিয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সড়ক সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে লাঙ্গলবাঁদ বারোয়ারী মন্দিরের সভাপতি হারাধন কুন্ডু জানান প্রতিবছরের ন্যায় জাঁকজমক ভাবে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে যাতে আইন-শৃঙ্খলার কোন বিশৃঙ্খলা না ঘটে স্থানীয় প্রশাসন সেইভাবে আমাদের সহযোগিতা করছে।