রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৮:০৫ পিএম
রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনজিবি (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) বনাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার  বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এনজিবি টসে জিতে ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করেন। পরে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ওই রান করতে নেমে ৭ উইকেটে ৯১ রান সংগ্রহ করে। খেলা শেষে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সিনিয়র প্রভাষক ড. মিজানুর রহমানসহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতে আমীর মনিরুজ্জামান ডাবলু। সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে