সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৮ জুন, ২০২৫, ০৩:৪৩ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০২:৫৬ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।

আপনার জেলার সংবাদ পড়তে