সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও কোস্ট গার্ড নলিয়ানের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে কালাবগী স্টেশনের বাঘেরখাল এলাকা হতে ১টি ডিঙ্গি নৌকা, ১ টি ডূবোজাল, ১ টি বিষের বোতল, ১ শ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ২ জেলেকে আটক করেছে। শনিবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের রেজাউল সানা ও জাফর সানা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।