‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে কর্মসূচি পালন করবে এনসিপি। এই পদযাত্রা দেশের ৬৪টি জেলায় ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এ সময় কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজখবর নেবেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অনেক অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও জানান, ১৬ জুলাই দিনটিকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। এই দিনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালন করবে দলটি। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার দেবো।” এ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। ওই দিন সারা দেশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন যুগ্ম আহ্বায়ক অনিক রাজ।
এনসিপি নেতা নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।”
এভাবে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি।