সচিবালয়ে আন্দোলনে ভাটা, ক্যানটিন দখল নিয়ে বিভাজনেই অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০১:৪৬ পিএম
সচিবালয়ে আন্দোলনে ভাটা, ক্যানটিন দখল নিয়ে বিভাজনেই অস্থিরতা

সচিবালয়ে চলমান সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশবিরোধী আন্দোলন গত মঙ্গলবারের মারামারির ঘটনার পর বেশ মন্থর হয়ে পড়েছে। একসময় সচিবালয় প্রাঙ্গণে যে আন্দোলনকারীদের ভিড় দেখা যেত, রোববার (২৯ জুন) সেখানে দৃশ্যমানভাবে মানুষের উপস্থিতি ছিল কম।

রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও, সাড়ে ১১টার দিকে মাত্র বিশজনের মতো মানুষের অংশগ্রহণে একটি ছোট মিছিল হয়। পরে বাদামতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিম।

তিনি সমাবেশে বলেন, “আন্দোলনে থাকা এই সরকারের প্রেতাত্মারা মালটাল খেয়ে এখন মুখ বন্ধ করে ঘরে বসে আছে। মালে পকেট ভার, এবার ঘরে বসে থাক।”

মারামারির প্রসঙ্গ টেনে সেলিম আরও বলেন, “কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের ওপর অতর্কিতে হামলা করে। আমাদের সভাপতি নুরুল ইসলাম সাহেব আজও মেডিকেলে ভর্তি। আমি প্রশাসনকে বলতে চাই, সচিবালয়ের রড এলো কোথা থেকে, লাঠি এল কোথা থেকে, সিসি ক্যামেরা কেন বন্ধ ছিল?”

মিছিল শেষে আন্দোলনকারীরা সোমবারের কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন। তারা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছেন।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক অংশের নেতৃত্বে আছেন মো. নুরুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম সেলিম, অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন মো. বাদিউল কবীর ও নিজাম উদ্দিন আহমেদ।

দুই পক্ষের বিরোধের মূল সূত্রপাত সচিবালয়ের ক্যানটিন পরিচালনাকে ঘিরে। অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর কর্মচারীদের একটি অংশ ক্যানটিনের দখল নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু তখন ক্যানটিন পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তাদের নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চায়।

এই জটিলতা সমাধানে সমবায় অধিদপ্তর একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয়। কিন্তু কমিটি দায়িত্ব নেওয়ার আগেই একপক্ষ ক্যানটিন দখল করে পরিচালনা শুরু করে। এ নিয়ে সমিতির পূর্ববর্তী কমিটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এবং পরবর্তীতে হাই কোর্টে রিট মামলা করে। আদালত সেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

এই রায়কে কেন্দ্র করেই গত মঙ্গলবার সচিবালয়ে সংযুক্ত পরিষদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আন্দোলনের তীব্রতা অনেকটাই কমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে