বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দল নয়: ডাঃ জাহিদ হোসেন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৪:৩৬ পিএম
বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দল নয়: ডাঃ জাহিদ হোসেন

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বি এন পির কেন্দ্রীয় স্থ্য়াী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন। প্রধান অতিথি বলেন বি,এ,পি জনগনের দল,বি এন পিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা অনেকেই করেছে কিন্তু কেউ পারেনি। বি এন পির নেতা কর্মীকে গুম,খুন ,হত্যা নির্যাতন,মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু বি,এন,পিকে কেউ দমাতে পারেনি,কারন জনগনই আমাদের  শক্তি। বি,এন,পি গনতন্ত্রে বিশ্বাসী দল। সমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা হল রুমে ঘোড়াঘাট ্উপজেলা বি,এ,পি,পৌর বি,এন,পি ও এর সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আওয়ামী দোসরদেরকে সদস্য না করার জন্য কঠোরভাবে হুশিয়ার করেন। এছাড়াও অতীতে বহিষ্কৃত নেতা কর্মীদেরকেও সদস্য না করার জন্য  পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বি,এনপির সভাপতি শামিম হোসেন চৌধুরী,সাধারন সম্পাদক আবু সাইদ,ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি  আব্দুস সাত্তার মিলন,সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক আর মামুন সরকার,যুগা-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লেনিন। আলোচনা শেষে প্রধান অতিথি সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে