সুজানগরে নয়া কৃষি অফিসারের যোগদান

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৬:৩০ পিএম
সুজানগরে নয়া কৃষি অফিসারের যোগদান

পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী পদোন্নতি পেয়ে সুজানগর উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেছেন। ‌ সোমবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা কৃষি অফিসারের চেয়ার অলংকৃত করে। নয়া কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উৎস হলো কৃষক এবং কৃষি। আর সে কারণেই বলা হয় কৃষক বাঁচলে‌ দেশ বাঁচবে।‌ সুতরাং আমি আমার কার্যকালে নিঃস্বার্থভাবে চেষ্টা করবো সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এ জনপদের কৃষকের ভাগ্যন্নোয়নে পরিচালিত করার। তাছাড়া আমি যেহেতু এ উপজেলায় প্রায় দেড় বছর অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি সেহেতু এ উপজেলার বড় থেকে শুরু করে ক্ষুদ্র‌ ও প্রান্তিক কৃষকদের সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমি আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তরিকভাবে চেষ্টা করবো সুজানগরের কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করার।

আপনার জেলার সংবাদ পড়তে