ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৬:৪৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সরাইলের উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ’র সভাপতি মো. আরজু মিয়া। বক্তব্য রাখেন- পিডিএফ’র সহ সহসভাপতি এ সি তাপসী রায়, সদস্য মো. আইয়ুব খান, এস এম শাহিন, মো. তাহের উদ্দিন ভূঁইয়া, মো. পারভেজ, নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, সুমা বেগম, নাঈম মিয়া প্রমূখ। বক্তারা গত সভার কার্যবিবরণীর আলোচনা করে সকল বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সকালের দিকে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ডিপিএফ’র উদ্যোগে ২ শতাধিক নারী পুরূষ অভিভাবকের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভাকে সফল উল্লেখ করে বলেন, আজকে একটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে বাল্যবিয়ের কুফল বিষয়ের গুরূত্বপূর্ণ ম্যাসেজ গুলো পৌঁছানো হয়েছে। বিষয়টি ডিপিএফ’র জন্য বড় একটি প্রাপ্তি। সেই সাথে অনলাইনে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি ও প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। ইউএনও মো. মোশারফ হোসাইন ও সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের উপস্থিতি সভাটিকে সমৃদ্ধ করেছে। আগামী মাসে সরাইল উপজেলার মাসিক উন্নয়ন সভার সদস্যদের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে আরো অগ্রগতির করণীয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে জেলার যেকোন একটি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে একটি উঠান বৈঠক করার পরিকল্পনাও আলোচনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে