চাঁদপুর সদর শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীর আসবাবপত্র বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৬:৫৬ পিএম
চাঁদপুর সদর শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীর আসবাবপত্র বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূূচী (এডিপি)   এর আওতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীর জন্য আসবাবপত্র, স্টীলের আলমিরা, ফাইল কেবিনেট, হাই বেঞ্চ ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে। ৩০ জুন ২০২৫ ইং তারিখ চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এসব উপকরণ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মধ্যে বিতরণ করেন। উক্ত আসবাবপত্রগুলো গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ।

আপনার জেলার সংবাদ পড়তে