এবার বিপিএলে আসছে নোয়াখালী

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:২৯ পিএম
এবার বিপিএলে আসছে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনতে আগ্রহী দেখিয়েছেন শায়ান্স গ্লোবাল নামক বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির মালিক আহমেদ জামিল নিজেই জানিয়েছেন বিপিএলে দল কেনার কথা। গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আসেন আহমদ জামিলসহ একদল প্রতিনিধি। তারা নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে চান। নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে জামিল বলেন, “আমরা নোয়াখালীর নামে কিনতে চাই। অন্য কোন নাম হলে নেব না। নোয়াখালীকে প্রমোট করতে চাই।” চলমান বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে এই নামে ফ্র্যাঞ্চাইজি আসছে কী না, “একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে।’’ জামিল আরও বলেন, “আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।” শোনা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় নোয়াখালীকে নেওয়া হতে পারে।