দেশব্যাপী মাদকবিরোধী অভিযান জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে র্যাব-১০ একটি সফল অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ববন্দ ডাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক সাত লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কাশেম (বয়স ৬০), পিতা মৃত তারা মিয়া, সাং- চরলক্ষীপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ছাড়া, তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।