বাগেরহাট চিতলমারী ও টুঙ্গিপাড়া-ঢাকা মহাসড়কসহ চিতলমারী উপজেলার বিভিন্ন সড়কের দুইপাশে ঝুঁকিপূর্ণভাবে লাখ লাখ টাকার বাঁশ কেনাবেচা হচ্ছে। এই ঝুঁকির মধ্যে যানবাহন যোগে এবং পায়ে হেটে প্রতিদিন যাত্রীদের যাতায়ত করতে হচ্ছে। এ ছাড়া ট্রাক বোঝাই বাঁশ ওঠানো এবং নামনোর জন্য যানজটের সৃষ্টি ক্রমেই বাড়ছে। যেকারনে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের যাতায়াতে দারুন বিঘ্নিত হচ্ছে।
সোমবার (১জুলাই) বিকেলে সস্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি এলাকাসহ চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর, ব্রহ্মগাতী ঘুরে দেখা যায়, সড়ক ও তার আশপাশে ব্যবসায়ী ও ক্রেতাগণ তাঁদের ক্রয়কৃত বাঁশ যানবাহনে ওঠানো-নামানোর কাজ করছেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় অনেকের সাথে কথা হলে তারা জানান, খাসেরহাট-কালীগঞ্জ সড়কের দড়িউমাজুড়ি গ্রামের মধ্যেদিয়ে সড়কের দুই পাশে এবং সন্তোষপুর ও চরবানিয়ারী ইউনিয় এর ঢাকা-বাগেরহাট ভায়া চিতলমারী মহাসড়কের দুই পাশে রয়েছে বাঁশের প্রধান আড়তগুলো। এ ছাড়া খাসেরহাট বাজার, নালুয়া, কালীগঞ্জ বাজারেও বাঁশের আড়ত রয়েছে। আড়তগুলো থেকে ভ্যানও নছিমনে করে বাঁশ আনা-নেওয়ার সময় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
এব্যপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সাথে কথা হলে তিনি বলেন, জনসাধারনের সমস্যার দিকে তাকিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাঁশ ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান সড়কের পাশে বাঁশ লোড-আনলোড করা হলেও সতর্কতা অবলম্বন করা হয়। তাছাড়া ক্রেতাগন দ্রুত গন্তব্যে পৌছেতে পারেন।