কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে তিনজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০২ জুলাই) সকালে ময়মনসিংহের পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মোমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। এর আগে মঙ্গলবার একই গ্রামের মাইন উদ্দিনের মেয়ে শাপলা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তারা তিনজনই নদীর পাড় এলাকার একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী গ্রামের কয়েকজন শিক্ষার্থী নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এই সময় স্রোতের কারণে নদে নৌকাটি উল্টে গেলে কয়েকজন তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে শাপলা আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। বুধবার নিখোঁজ অপর দুইজনের মরদেহ নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে ।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে স্বজনরা ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুবায়েদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, ঘটনার পরপরই মঙ্গলবার একজন এবং বুধবার ভোরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আর কেউ নিখোঁজ না থাকায় অভিযান সমাপ্তি করা হয়েছে বলে জানান।