টাঙ্গাইলে বাঘিল ইউনিয়নে ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে যাচাই সম্পন্ন

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ২ জুলাই, ২০২৫, ০৭:৫২ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৭:৫১ পিএম
টাঙ্গাইলে বাঘিল ইউনিয়নে ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে যাচাই সম্পন্ন

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে যাচাই-বাচাই সম্পন্ন করা হয়েছে। বুধবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদের যথাযথ প্রক্রিয়ায় এ কার্যক্রম করা হয়। ১৫৩ জন মহিলার বিপরীতে ৩১০ জন আবেদন করেন।

বাঘিল ইউপি প্রশাসক মেহেদী হাসান বলেন, সবনিম্ন বয়স ২০ থেকে সর্বোচ্চ বয়স ৫০ বছরের সুস্থ মহিলারা এ সুবিধা পাবেন। তারা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। সকল ৯টা থেকেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কমিটির সদস্যরা যথাযথভাবে যাচাই-বাচাই করেছেন।

ভিউব্লিউবি উপকারভোগী যাচাই বাচাই কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, সুশৃঙ্খলভাবে যাচাই বাচাই করা হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি। প্রকৃত অসহায় নারীরা এ কার্ড পাবেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামাউন কবীর বলেন, ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে কার্ড দেয়ার জন্য যাচাই-বাচাইয়ের নির্ধারিত তারিখ ছিলো। এ লক্ষে ৩১০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে যাচাই বাচাই করে নির্ধারিত ১৫৩ জন উপকারভাগেী নারীকে কার্ড দেয়া হবে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রতিমাসে ৩ কেজি চাল অথবা গম পাবেন তারা।

এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা খান মালা, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে