দিঘলিয়ায় গভীর রাতে কোলা বাজার ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৮:০০ পিএম
দিঘলিয়ায় গভীর রাতে কোলা বাজার ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

দিঘলিয়ায় গভীর রাতে কোলা বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক কারিমা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। 

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ব্যাংকের পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ব্যাংকের ভেতর ঢ়ুকে মালামাল চুরি করে নিয়ে অবাধে পালিয়ে যায়। এ সময় ব্যাংকে নগদ কোন অর্থ ছিল না। দুর্বৃত্তরা এ সময় ১টি ডিভিআর, ১টি সিসি ক্যামেরা ও ১টি ১৭ ইঞ্চি মনিটর চুরি হয়েছে বলে ব্যাংক কর্তপক্ষ সূত্রে জানা যায়। 

ব্যাংকে কর্মরত রুবা খাতুন সকালে ব্যাংক খুলেই দেখতে পান ব্যাংকের ভিতরে জানালা ভাঙ্গা ও জানালাটি অফিসের ভিতরেই পড়ে আছে। ব্যাংকের ভিতরে গিয়ে দেখে সিসি ক্যামেরা, ১টি ডিভিআর ও ১টি মনিটর নাই। ব্যাংকের ভিতরে থাকা আলমারিটা পর্যবেক্ষণ করে দেখেন নগদ কোন অর্থ না নিলেও আলামারীতে থাকা মালামাল এলোমেলোভাবে ছড়ানো ছিটানো রয়েছে। তৎক্ষনাৎ খবর পেয়ে কোলা বাজার বনিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ মাসুদ ও টুআইসি আহম্মদ হোসেনসহ বাজার ও এলাকার লোকজন সেখানে গিয়ে উপস্থিত হন। তারা সরেজমিনে গিয়ে দেখতে পান, ব্যাংকের পিছনের ওয়ালে থাকা জানালা ভাঙ্গা। দুর্বৃত্ত চোরচক্র জানালা ভেঙ্গে অফিস রুমে প্রবেশ করে ব্যাংকে থাকা মালামাল চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মাসুদ বলেন আমরা সরেজমিনে ঘটনাস্থল পরদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কোলা বাজার বনিক সমিতির নাইট গার্ড আক্কাস হোসেন ও মোঃ ইস্রাইল মোল্যাকে তৎক্ষনাৎ জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাইট গার্ড মিন্টু ও রবি দাসকে ফোন করলে তিনি ঘটনাস্থানে অতি দ্রুত আসার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। জিডি নাম্বার-৮৫০, তারিখ ০২/০৭/২০২৫ ইং।

আপনার জেলার সংবাদ পড়তে