ভিজিএফের চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৭:১৩ পিএম
ভিজিএফের চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল আজিজ(৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে  উপজেলার মথুরাপুর স্কুল বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল আজিজ (৩৬) দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের খেলাফত আলীর ছেলে। সে কৃষি কাজ করতো অভিযুক্ত পলাশ (৩০) কলেজপাড়া এলাকার রফিকুল আকরামের ছেলে। 

স্থানীয়রা জানান, ভিজিএফের কার্ডের আবেদন করেছিলেন আব্দুল আজিজ। কিন্তু তার কার্ড না হওয়ায় কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজিজের কাছ থেকে পলাশ ৫০০ টাকা নেয়। কার্ড না হওয়ায় বুধবার রাতে পলাশের কাছে যায় আজিজ টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় পলাশের সঙ্গে আজিজের বাগবিতণ্ডা হয়।

 এর কিছুক্ষণ পর পলাশ পরিকল্পিতভাবে আজিজের পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন আজিজ। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় বাসিন্দা ফরজুল্লাহ বলেন, বুধবার রাতে মথুরাপুর স্কুল বাজারে আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভিজিএফের চাউলের কার্ড দেওয়ার কথা বলে আজিজের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিল পলাশ।

 কিন্তু অনলাইনে চেক করে দেখা যায় আজিজের কার্ড হয়নি। এ নিয়ে আজিজের সঙ্গে পলাশের দ্বন্দ্ব ও বাগবিতণ্ডা হয়। পরে পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করে। এতে আজিজের মৃত্যু হয়। নিহত আজিজ ও অভিযুক্ত পলাশ স্থানীয় বিএনপির কর্মী। বিএনপি নেতা মাহাবুল মাস্টারের সমর্থক পলাশ। রাতেই খবর পেয়ে  দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃনাজমুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেলের মর্গে পাঠায়।   এ ঘটনায় পুলিশ  মাহাবুল ইসলাম মাস্টার নামে এক জনকে আটক করছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নিহত আজিজের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর  থানায় মামলা দায়ের  করেছে। যার মামলা নং ১তারিখ ০৩/০৭/২০২৫।

আপনার জেলার সংবাদ পড়তে