ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করছে, তারাই নির্যাতনের স্বীকার হবে: হাসনাত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৫:১১ পিএম
ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করছে, তারাই নির্যাতনের স্বীকার হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে এক সভায় বললেন, “আমাদের দেশের ভোটাররা ৩০০ টাকায় ভোট বিক্রি করে। আজকে যারা ভোট বিক্রি করবেন- কালকে ওরা আপনাদের ওপর নির্যাতন শুরু করবে।” 

হাসনাত আব্দুল্লাহ আরও যোগ করে বলেন, “আজকে যারা ১০০ টাকাও চাঁদাবাজি করছে, কালকে তারা মামলা বাণিজ্য শুরু করবে। যারা সিন্ডিকেট করছে তাদের আপনারা চেনেন।”

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “একমাত্র মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেঙেছি। নতুন করে যদি কোনো জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। আমাদের লড়াই করতে হবে।”