জমি কে কেন্দ্র করে শৈলকুপার খুলুমবাড়ি বাজারে মামা আক্ব্বুার খার গলাই গামছা পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নে ইউনুচ আলীর বিরুদ্ধে। নিহত আকুব্বার খাঁ বাড়ী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কেওয়াক গ্রামে। এলাকাবাসি সুত্রে জানা গেছে,শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার সাহবাড়িয়া গ্রামের ইউনুস আলী নামের এক ব্যক্তি তার মামা কেওয়াক গ্রামের আকুব্বার খাঁ কে সংবাদ দিয়ে খুলুমবাড়িয়া বাজারে ডেকে আনে। এসময় তার মামা
খুলুমবাড়ি বাজার সংলগ্ন গড়াই নদী নৌকায় করে পার হয়ে মামা আক্ব্বুার খা ভাগ্নের বাড়ির দিকে আসছিলো। নৌকা থেকে নামার পর ঘাটে দাঁড়িয়ে থাকা ভাগ্নের সাথে মামার বাক বিতন্ডা হলে মামা ফিরে যেতে চাই। এসময় ভাগ্নে গলাই গামছা পেচিয়ে জোর করে মামাকে টেনে নিজের বাড়ীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গলায় ফাঁস লেগে সেখানেই তার মৃত্যু হয়। খুলুমবাড়িয়া বাজারের নজরুল ইসলাম নামের এক স্থানীয় ব্যক্ত জানান ভাগ্নে গলায় গামছা পেচিয় মামাকে হত্যা করছে বলে শুনেছি। ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানান জমি জমার বিরোধকে কেন্দ্র করে ভাগ্নের সাথে মামার বাগ বিতান্ড হলে ভাগ্নে ইউনুস আলী তার মামা আকুব্বারের গলায় গামছা পেঁচিয়ে টান দিলে ঘটনাস্থলে মারা যায় বলে শুনেছি।