আব্দুল হাকিম বিক্রমপুরীর স্মৃুতি সংসদের কমিটি পূর্ণগঠন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৬:৩১ পিএম
আব্দুল হাকিম বিক্রমপুরীর স্মৃুতি সংসদের কমিটি পূর্ণগঠন

মুন্সীগঞ্জে অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ , পাকিস্তান প্রাদেশিক ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য আলহাজ্ব আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের কমিটি পূর্ণগঠন করা হয়েছে।  শনিবার বিকেলে আ: হাকিম ব্ক্রিমপুরীর দৌহিত্র মানবাধিকার সংঘঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানের কোর্টগাওস্থ বাসভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্বা মো: জয়নাল আবেদিন কে সভাপতি এবং বিশিষ্ট ব্যাংকার মো: সিরাজুল ইসলাম কে সাধারন সম্পাদক করে  ২১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্নগঠন করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা এডভোকেট মুজিবুর রহমান, সাংবাদিক এডভোকেট মঞ্জুর মোর্শেদ যুগ্ম সম্পাদক মো: মাহবুবুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদ ই হাসান তুহিন প্রচার সম্পাদক ড. সাইদুল ইসলাম খান,পাঠাগার সম্পাদিক এডভোকেট সাবেরা সুলতানা মহিলা সম্পাদিকা তামান্না সরকার দফতর আরাফাতুজ্জামান বাবু, সদস্য মুক্তিযোদ্বা মাহফুজুর রশিদ নীলু, এডভোকেট আশরাফুল ইসলাম, নাসির উদ্দিন এলান,অধ্যাপক আ: মান্নান, নাজমুল আজাদ শুক্তি গুলজার হোসেন,এডভোকেট মহসিন শেখ মো: কাশেম সরকার, আ: রহমান,মো: মিরাজ, মো: কাএশম সরকার। সভায় গঠন তন্ন্ত্র পূর্নগঠন, বিভিন্ন উপজেলায় আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদে  কার্য্যক্রম সম্প্রসারণ, আ: হাকিম বিক্রমপুরীর লেখা পূর্নমূদ্রনে ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত গৃহিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে