বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়। সাইফুল পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডেও বাসিন্দা ইউনুস মোল্লার ছেলে।
পারিবার সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো সাইফুল। স্থানীয় একটি আইস মিলে অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার সময় অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৫ জুলাই) তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।