অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রণবীরের রসায়ন ঘিরে বিতর্ক, চর্চার কেন্দ্র ‘ধুরন্ধর’

এফএনএস বিনোদন | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৪:১৪ পিএম
অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রণবীরের রসায়ন ঘিরে বিতর্ক, চর্চার কেন্দ্র ‘ধুরন্ধর’

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বয়স যে শুধু একটা সংখ্যা—এ কথা বলা হলেও, বাস্তবে বিষয়টি সবসময় সহজে মেনে নিতে পারেন না অনেকেই। ‘ধুরন্ধর’ নামের আসন্ন সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ফের সেই বিতর্কই যেন সামনে চলে এসেছে। কারণ, ছবিতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংকে এমন এক নায়িকার সঙ্গে, যিনি বয়সে তাঁর চেয়ে প্রায় অর্ধেক ছোট। আর তাতেই সরগরম হয়ে উঠেছে নেট দুনিয়া।

‘ধুরন্ধর’-এর সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি দৃশ্যে রণবীর সিং ও নবাগতা অভিনেত্রী সারা অর্জুনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, রণবীরের মতো অভিজ্ঞ অভিনেতার বিপরীতে এত কম বয়সী নায়িকা কেন? কেউ কেউ আবার রসিকতা করে মন্তব্য করেছেন, দেখে মনে হচ্ছে তারা যেন “কাকা-ভাইঝি”। অন্যদিকে, কিছু দর্শক অবশ্য ধারণা করছেন, হয়তো ছবির গল্পেই লুকিয়ে আছে এই জুটির বয়সের ব্যবধানের যুক্তিসঙ্গত ব্যাখ্যা।

অন্যদিকে, ছবির নির্মাতা পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। তবে সিনেমার অ্যাকশন-গোয়েন্দা ঘরানা ও রণবীরের ভিন্নরূপ দেখে ভক্তরা বেশ উৎসাহী। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর এবং চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রণবীরের সঙ্গে পর্দা ভাগ করতে যাওয়া সারা অর্জুন অবশ্য বলিউডে একেবারে নতুন মুখ নন। মাত্র এক বছর বয়সে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। এরপর ২০১১ সালে তামিল ছবি ‘দৈবা থিরুমাগল’-এর মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে মণিরত্নমের বিখ্যাত ‘পন্নিয়িন সেলভন’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সারা।

সারা অর্জুন, জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের কন্যা। তাঁর বাবা ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) এবং ‘থালাইভি’ (২০২১)-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সারা অর্জুন মাত্র পাঁচ বছর বয়সেই ১০০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেন। শোনা যায়, ২০২১ সালে নবাগতা এই অভিনেত্রী প্রায় ১০ কোটি টাকা আয় করেছিলেন। ফলে তিনিই হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম সফল শিশু শিল্পী। এখন কুড়ি বছর বয়সে বলিউডের মূলধারার ছবিতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

‘ধুরন্ধর’-এ রণবীর-সারা জুটির রসায়ন ঘিরে দর্শকের কৌতূহলও বেশ প্রবল। বিশেষত, তাঁদের বয়সের ব্যবধানকে ঘিরে তৈরি হওয়া সমালোচনা আর জল্পনা সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। তবে সারা অর্জুনের জন্য এই ছবি কতটা সৌভাগ্য বয়ে আনবে, আর তিনি কি না নতুন করে বলিউডে শিশু শিল্পীদের অভিনয়ের যাত্রাপথকে সংজ্ঞায়িত করতে পারবেন—এই প্রশ্নগুলোর উত্তর মিলবে ডিসেম্বরেই। ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে সেই প্রতীক্ষার কাউন্টডাউন।

আপনার জেলার সংবাদ পড়তে