বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অভিনেতা ইরফান সাজ্জাদ বেশ কিছুদিন ধরেই নিজের অভিনয়ের বিস্তার দিয়ে নজর কাড়ছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন এক ভিন্নমাত্রিক চরিত্রে। নির্মাতা বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত ‘আলী’ নামের সিনেমাটি মুক্তি পেতে চলেছে বৃহস্পতিবার (১৭ জুলাই)। যদিও শুরুতে সিনেমাটি ঈদুল আজহার জন্য মুক্তির পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নির্মাতা কর্তৃপক্ষ।
‘আলী’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে অটিজমে আক্রান্ত এক যুবক এবং তার বোনের সম্পর্কের জটিল আবেগঘন বাস্তবতা নিয়ে। সিনেমাটির মূল চরিত্র আলী একজন বাক্প্রতিবন্ধী। গল্পের প্রেক্ষাপটে রয়েছে ভাইবোনের গভীর ভালোবাসা, সঙ্গে রয়েছে অ্যাকশনের রোমাঞ্চও। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি এই চরিত্রকে জীবন্ত করে তুলতে দিয়েছেন চরম শ্রম আর নিষ্ঠা।
ইরফান সাজ্জাদ জানিয়েছেন, ‘দুই ভাইবোনের ইমোশনই “আলী” সিনেমার প্রাণ। আমি বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম।’
তিনি আরও বলেছেন, ‘সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দিইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন—এটা আমার বিশ্বাস।’
ইরফান সাজ্জাদের সিনেমাজীবন শুরু হয়েছিল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন জানে না মনের ঠিকানা’ ছবি দিয়ে। পরের বছর ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন এই অভিনেতা। ২০২৩ সালের শেষদিকে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ভয়াল’, যেটি পরিচালনা করেছিলেন বিপ্লব হায়দার।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ইরফান সাজ্জাদের আরেকটি সিনেমা ‘ফুটবল ৭১’, যা পরিচালনা করছেন অনম বিশ্বাস।
‘আলী’ সিনেমা শুধু একটি ভাইবোনের গল্প নয়, এটি একটি সামাজিক বার্তাও বহন করছে। বিশেষভাবে অটিজম এবং বাক্প্রতিবন্ধী মানুষের জীবনসংগ্রামকে বড়পর্দায় দেখানোয় এই সিনেমা নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। সিনেমার কাহিনি, অভিনয় এবং নির্মাণশৈলী কতটা দর্শকের মনে দাগ কাটতে পারে, সেটি বোঝা যাবে প্রেক্ষাগৃহে মুক্তির পরই।