আশাশুনি সদরে পুত্র ও পুত্র বধূর হাত থেকে রক্ষা পেতে বৃদ্ধা মা রৌফুন্নেছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া আদালতে মামলা করা হয় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে।
আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের মৃত আমিনুর ইসরাম সরদারের স্ত্রী রৌফুন্নেছা (৮২) বাদী হয়ে দায়েরকৃত জিডি (নং- ৭২ তাং ২/৬/২৫) সূত্রে প্রকাশ, বাদীর পুত্র এসএম কামরুল ইসলাম ও পুত্রবধূ শাহিনা সুলতানা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাদীর সহিত বিভিন্ন সময় খারাপ আচারন করে থাকে। তার নিজ নামীয় সম্পত্তি ১ নং বিবাদী তার নামে লিখে দিতে বলে। তিনি ছেলে মেয়েদের সমান ভাবে দিবে বললে বিবাদীদ্বয় তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন সহ হুমকী প্রদান করে। গত ২৭ মে অনুমান ৯ টার সময় বাড়ীর উঠানের উপর বিবাদীদ্বয় গিয়ে জোরপূর্বক সম্পত্তি নেওয়া সংক্রান্ত বিষয়ে বাদী ও বাদীর সেজো ছেলে আরিফুল ইসলামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বিভিন্ন ধরনের গালমন্দসহ প্রাণ নাশের হুমকী প্রদান করে। এছাড়াও বিভিন্ন সময় তাকে মারপিট করেছে।
সন্তান ও পুত্র বধূর হাত থেকে রক্ষা পেতে মা রৌফুন্নেছা ১০ জুন সেনা বাহিনীর আশাশুনি ক্যাম্প ইনচার্জ বরাবর অভিযোগ দাখিল করেছেন। তাকে ভরনপোষণ না করা, মারপিট ঝাটাপেটা ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগ করা হয়েছে। ইতিপূর্বে মারপিট, ভরণ পোষণ না করা ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছিল এবং মামলায় বিবাদীকে জেল হাজত খাটতে হয়েছিল। বৃদ্ধ মা বৃদ্ধ বয়সে তাদের হাত থেকে রক্ষা পেতে আইনী সহায়তা কামনা করেছেন।