স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে বললেন, ‘৫ আগস্ট অনেকে জীবন দিয়ে দুই যুগের ফ্যাসিবাদ বিতারণের মাধ্যমে নতুন বাংলাদেশ পেতে সুযোগ করে দিয়েছে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও যোগ করে বলেন, “সেদিন আমরা ওখানেই ছিলাম। আনাচ-জুনায়েদরা এখানেই শহীদ হন। এদিন সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো। ওই দিনের পর আমাদের আরও অনেকের শহীদ হতে হতো। তবে আনাচ-জুনায়েদরা ব্যর্থ হতে দেয়নি। চূড়ান্ত সফলতার জন্য তাদের মতো শত শত মানুষ জীবন দিয়েছেন।”
উপদেষ্টা আসিফ বলেন, জুলাই শহীদরা যেমন বাংলাদেশ চেয়েছিল, কাঠামোগত সংস্কারের মাধ্যমে তেমন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়।
“বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেই রকম একটা বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ে আনাচ, জুনায়েদ, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের কথা স্মরণ করে দেশবাসী সফর হতে পারি”-যোগ করেন এ উপদেষ্টা।